১৬ অক্টোবর ২০২৫, ১২:২৪ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৪ এএম পাকিস্তানের আইন প্রয়োগকারী সংস্থাগুলির অভিযানের সময় লাহোরে তার বাসভবন থেকে ‘বিপুল পরিমাণ’ বৈদেশিক মুদ্রা উদ্ধারের অভিযোগে কর্তৃপক্ষ তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের প্রধান সাদ রিজভির বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত শুরু করেছে। পাঞ্জাব পুলিশ জানিয়েছে যে, প্রাদেশিক পুলিশ, ফেডারেল তদন্ত সংস্থা (এফআইএ) এবং জাতীয় সাইবার অপরাধ তদন্ত সংস্থা (এনসিসিআইএ) এই অভিযান পরিচালনা করেছে, এবং আরও জানিয়েছে যে সোনার অলঙ্কার সহ সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। রোববার রাতে টিএলপি প্রধানের মিছিলের উপর দমন-পীড়নের পর তার বাসভবনে অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে যে, মুরিদকেতে দমন-পীড়নের সময় রিজভি পালিয়ে গিয়েছিলেন। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন যে বাসভবনে এত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, সোনা এবং রূপা পেয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলি হতবাক, কারণ টিএলপি প্রধান তার মৌলবাদী...