১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম জুলাই-আগস্ট চব্বিশের মানবতাবিরোধী অপরাধ মামলায় চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামসহ ৩ জনকে হত্যার মামলায় তৎকালীন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকার বুধবার বিচারপতি মো: গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। গতকাল তিনি এ মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন। সেইসঙ্গে ওয়াসিমসহ তিনজনকে (শহীদ ফয়সাল আহমেদ শান্ত ও মো: ফারুক) হত্যার ঘটনায় সাবেক এই সিএমপি কমিশনারের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। শুনানি শেষে সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয় আগামী ৩০ অক্টোবর। প্রসিকিউশন জানায়, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ...