১৬ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম রাজধানীর মিরপুরে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় রাসায়নিক গুদাম ও ওয়াশিং প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকা-ে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে শিল্পকারখানা থেকে শুরু করে বাসাবাড়ি পর্যন্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন। এক বিবৃতিতে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, শিল্পকারখানায় অগ্নিকা-ের মতো দুর্ঘটনা রোধে ভবন নির্মাণের সময় অগ্নিনিরাপত্তার মান ও নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, ‘সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি না থাকলে ভবিষ্যতেও এমন দুর্ঘটনা ঘটতে পারে, যা দেশের শিল্পোন্নয়ন ও বিনিয়োগ পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে।চেম্বার সভাপতি এ ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের...