১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম চট্টগ্রাম বন্দরে এক লাফে ৪১ শতাংশ চাপিয়ে দেয়া ট্যারিফ কাঠামো স্থগিত ও বাতিলের দাবিতে ব্যবসায়ী ও পোর্ট ইউজার্স ফোরামের পাশাপাশি এবার সরাসরি আইনি আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটি (বিএমএলএস)। সংগঠনটি মঙ্গলবার সরকারের সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয়ের সচিব এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে নোটিশ প্রেরণ করে ৭২ ঘণ্টার মধ্যে ট্যারিফ বিষয়ক সার্কুলার ও এসআরও বাতিলের দাবি জানিয়েছে। অন্যথায় হাই কোর্টে রিটসহ আইনগত পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। বন্দর ব্যবহারকারীদের চরম আপত্তি উপক্ষো করে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবাখাতে বর্ধিত ট্যারিফ মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর করা হয়েছে। ১৯৮৬ সালের পর এই ট্যারিফ বৃদ্ধি করা হলো। এই ট্যারিফ স্থগিত করার দাবি জানিয়ে আসছিলো বন্দর ব্যবহারকারীরা। সর্বশেষ বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটির প্রেসিডেন্ট মহিউদ্দিন...