১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়ে এ চিঠি দেওয়া হয়। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে, শিক্ষা মন্ত্রণালয় যখন শিক্ষকদের ভাতা বৃদ্ধির জন্য কাজ করছে সে সময় লাগাতার কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের দোসর ও জামায়াতপন্থী শিক্ষক নেতা দেলাওয়ার হোসেন আজিজী। দাবি আদায়ের পরিবর্তে তিনি শিক্ষকদের নিয়ে কর্মসূচি পালন করে সরকারকে চাপে ও বেকায়দায় ফেলতেই বেশি আগ্রহী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরই অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তার নেতৃত্বে শিক্ষকরা। যাদের মধ্যে আওয়ামী...