১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম মধ্য আফ্রিকার বনাঞ্চলে পাওয়া যায় এক বিস্ময়কর ব্যাঙ, যাকে বলা হয় ‘ওলভারিন ফ্রগ’ বা ‘হেয়ারি ফ্রগ’। বিপদের সময় এ ব্যাঙ নিজের আঙুলের হাড় ভেঙে তা দিয়ে ধারালো নখর তৈরি করে শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা করে। নর ব্যাঙের শরীর ও পেছনের পায়ে সূক্ষ্ম লোমের মতো ত্বক দেখা যায়। বিজ্ঞানীরা জানান, এ লোম ব্যাঙটিকে অতিরিক্ত অক্সিজেন শোষণে সাহায্য করে—বিশেষত যখন সে পানিতে ডিম পাহারা দেয়।তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এর হাড়ের নখর তৈরি করার ক্ষমতা। বিজ্ঞানীরা বিংশ শতকের শুরুতে আবিষ্কার করেন যে এই ব্যাঙের নখ কেরাটিন নয়, বিকৃত হাড় দিয়েই তৈরি হয়। ক্যামেরুনের স্থানীয় শিকারিরা এই ব্যাঙের ধারালো নখের ভয় জানে। তারা ব্যাঙ ধরতে বর্শা বা তলোয়ার ব্যবহার করে, কারণ...