গাজা যুদ্ধের অবসান ঘটাতে করা শান্তিচুক্তির পর হামাসের অবস্থান নিয়ে নানা প্রশ্ন ওঠার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ‘সহিংস’ উপায় অবলম্বন করা হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, ‘যদি তারা অস্ত্র নামিয়ে না রাখে, তাহলে আমরাই তাদের নিরস্ত্র করব- তা হবে দ্রুত, আর প্রয়োজনে সহিংসভাবেও। তবে তারা নিরস্ত্র হবে, বুঝতে পারছেন তো?’ তিনি আরও বলেন, এটি ‘যুক্তিসংগত সময়সীমার মধ্যেই’ হওয়া উচিত।এই সপ্তাহে গাজায় ট্রাম্পের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হামাসকে কীভাবে নিরস্ত্র করা হবে এবং তারা কবে গাজা ছাড়বে, বিশেষ করে তার ২০ দফা শান্তিচুক্তির দ্বিতীয় ধাপ কার্যকর হলে।ট্রাম্পের আগের বক্তব্যগুলো থেকে ধারণা পাওয়া গিয়েছিল, গাজায় হামাসকে সীমিত ভূমিকায় থাকতে দেওয়া হতে...