১৬ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে দেশ প্রথমবারের মতো নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে শিল্পীদের চেহারা অবিকল রাখা হয়েছে। গানের শিরোনাম ‘নিঝুম রাত’। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী সুজান আফজাল। গানের কথা, সুর ও সংগীত করেছেন শিল্পী নিজে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নমন। সম্প্রতি গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। কণ্ঠশিল্পী সুজান আফজাল বলেন, স¤পূর্ণ এআই দিয়ে নিখুঁতভাবে গানের ভিডিও নির্মিত হয়েছে। সকল চিত্রায়ণ একদম রিয়েল ক্যারেক্টর ইমেজ দিয়ে এডিটিং হয়েছে। এমন রিয়েল ক্যারেক্টর ইমেজভিত্তিক সিনেম্যাটিক ভিডিও দিয়ে বাংলাদেশে মিউজিক ভিডিওর আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমরাই প্রথম এমন মিউজিক ভিডিও তৈরি করেছি। আশা করছি, দর্শকদের পছন্দ হবে। ভিডিওটির গ্রাফিক্স, কালার গ্রেডিং, এডিটিং সব কিছুই কণ্ঠশিল্পী সুজান আফজাল নিজেই করেছেন। এছাড়া গানে গিটার...