১৬ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম এনটিভিতে আজ রাত ৯.৩০ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘৭ কিলো ১ গ্রাম’। নাটকটি প্রতি সপ্তাহের সোমবার, মঙ্গলবার ও বুধবার প্রচার হচ্ছে। জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামস করিম। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানহা তাসনিয়া ইসলাম, মীম চৌধুরী, তারিক স্বপন, শহীদুল্লাহ সবুজ, শরীফ হোসেন ইমন, ঝুনা চৌধুরী, শফিক খান দিলু, ম আ সালাম, শেখ স্বপ্না প্রমূখ। ধারাবাহিকটির কাহিনী গড়ে উঠেছে ৭ কিলোমিটার আয়তনের ১টি গ্রামে বসবাসকারী ভিন্ন ভিন্ন শ্রেণীর, ভিন্ন ভিন্ন পেশার মানুষদের জীবন-জীবিকা, সমাজ-সংস্কারকে কেন্দ্র করে। এই গ্রামে পদে পদে বিপদ। মানুষগুলোর জীবনে একটি অন্যরকম মোচড় আসে যখন বয়স্কা আয়নাল বিবির ছোটকালে হারিয়ে যাওয়া সন্তান সুরুজ ৩০ বছর পর নিজ গ্রামে ফিরে আসে। বেশি...