চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) ফলাফল কারচুপির পাঁয়তারার অভিযোগে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা নির্বাচনে কারচুপির প্রতিবাদ ও বিক্ষোভ প্রকাশ করে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা রাত ১১টার পর জাদুঘরের সামনে জড়ো হতে থাকে।রাকিবুল ইসলাম রাকিব কালবেলাকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কারচুপির পাঁয়তারা চলছে। আমরা খোঁজ পেয়েছি বেশ কয়েকটি অনিয়মের। তাই আমরা শাহবাগে প্রতিবাদী অবস্থান করছি।এর আগে দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে অংশ নিয়েছে...