রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন রাত পোহালেই। শেষ মুহুর্তে চলছে রাকসু ভবন প্রস্তুতের কাজ। বুধবার (১৫ অক্টোবর) ভবনটির ১৩টি কক্ষ প্রস্তুত করতে অন্তত ৫০ জন শ্রমিক কাজ করছেন।আরো পড়ুন:প্রাণ ফিরে পেতে যাচ্ছে রাকসু, রাত পোহালেই ভোটরাকসু নির্বাচন পর্যবেক্ষণ করবে ১০ সদস্যের কমিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে রাকসুর দোতলা ভবন। ভবনে রাকসুর ভিপি হিসেবে সবশেষ নিজের কক্ষে বসেছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি নির্বাচিত হয়েছিলেন ১৯৯০-১৯৯১ সালের জন্য। পরের বছর নির্বাচন না হওয়ায় ১৯৯১-১৯৯২ মেয়াদেও তিনি দায়িত্ব পালন করেন। তারপর আর কোনো ভিপি পায়নি রাকসু ভবন। রাকসু অচল হয়ে পড়ায় এতদিন ভবনটির কক্ষ ব্যবহার করে আসছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। দোতলায় ভিপির কক্ষটি ব্যবহার হচ্ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যালয় হিসেবে। কয়েকদিন...