গণভোটে অংশগ্রহণে সম্মত হওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ধন্যবাদ জানান। তবে গণভোটের সময়সূচি নিয়ে এখনও কিছু ভিন্নমত রয়েছে জানিয়ে তাহের বলেন, “গণভোট হবে সংস্কার কমিশনের বিষয়ে, আর জাতীয় নির্বাচন হবে আলাদাভাবে। গণভোটে এমন কিছু বিষয় আছে যা নির্বাচনের আচরণে পরিবর্তন আনবে।” তিনি আরও বলেন, “উচ্চকক্ষ এবং ‘পিআর সিস্টেম বাই ভোটার নট বাই এমপিস’ বিষয়ে সবাই একমত হয়েছেন। তাই জাতীয় নির্বাচনের আগে এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছাতে হবে। যদি নির্বাচনের দিনেই এটি করা হয়, তাহলে উচ্চকক্ষের ভোট অসম্পূর্ণ থেকে যাবে—তাহলে কি আবার নতুন নির্বাচন দিতে হবে?” তাহের মন্তব্য করেন, “এটা এমন যেন সন্তান জন্মের আগেই...