বিভিন্ন অভিযোগ- নির্বাচন বর্জনের ঘটনা ঘটলেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- চাকসু নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের প্রথম নির্বাচনি আয়োজন হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। তবে ৪টার পরেও বিভিন্ন কেন্দ্রের ভেতরে ভোটারদের সারিতে অপেক্ষমাণ ছিলেন অনেকে। সারিতে থাকা এসব ভোটার ভোট দেয়ার সুযোগ পেয়েছেন। ভোটগ্রহণ শেষে কেন্দ্র থেকে ব্যালটগুলো ডিন অফিসে নেয়া হয়, সেখানে ক্যামেরার সামনে ভোট গণনা করা হচ্ছে। চাকসু নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে ব্যালট পেপারে। ভোট গণনা করা হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। গণনার প্রক্রিয়া সরাসরি দেখানো হচ্ছে ১৪টি এলইডি স্ক্রিনের মাধ্যমে। এদিকে নির্বাচনের দিন সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।...