মতভিন্নতা মিটিয়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা কাটাতে রাজনৈতিক দল ও জোটের নেতাদের নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকেও ‘সংকট’ কাটেনি। রাষ্ট্র সংস্কারের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অঙ্গীকারনামা সম্বলিত জাতীয় সনদ কীভাবে বাস্তবায়ন হবে, জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে কি হবে না, সংস্কার বিষয়ে যেসব ভিন্নমত সনদে অন্তর্ভুক্ত হয়েছে গণভোটে সে বিষয়গুলোর সুরাহা কীভাবে হবে- এসব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়ে গেছে। বুধবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ডাকা জরুরি বৈঠকে দলগুলো যে অবস্থান তুলে ধরেছে তাতে তাদের মধ্যে মতভিন্নতা দূর হওয়ার কোনো ইঙ্গিত মেলেনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক থেকে বের হয়ে নতুন করে ‘সংকটের’ কথা বলেছেন রাজনৈতিক দলের নেতারা। জুলাই সনদ স্বাক্ষরে ‘শর্ত’ দিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি। জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়...