বিচারকদের মনোনয়ন ও পদোন্নতি বিষয়ে প্রস্তাবিত কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৫ অক্টোবর) এনসিপির আইন সেলের মুখপাত্র ও যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, অ্যাটর্নি জেনারেল সরকারের নির্বাহী বিভাগের অংশ হওয়ায় তার অন্তর্ভুক্তি বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করবে। বিবৃতিতে যোগ করা হয়, অ্যাটর্নি জেনারেল নির্বাহী বিভাগের আইন উপদেষ্টা হিসেবে সরকারের পক্ষে আদালতে উপস্থিত থাকেন; ফলে তার উপস্থিতি বিচারকদের প্রশাসনিক বিষয়ে স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট (স্বার্থের দ্বন্দ্ব) সৃষ্টি করবে এবং বিচার বিভাগে নির্বাহী প্রভাব বিস্তারের ঝুঁকি বাড়াবে। আরও পড়ুনআরও পড়ুনহেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে যা বললেন ভলকার তুর্ক আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে স্বাধীন বিচার বিভাগ গঠন নতুন বাংলাদেশের পুনর্গঠন প্রক্রিয়ার মৌলিক...