জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে ‘নোট অব ডিসেন্ট’ এবং জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি দাবি করেছেন, সনদের খসড়ায় ভিন্নমতের বিষয়গুলোর সুস্পষ্ট সংজ্ঞায়ন এবং বাস্তবায়নের কার্যকর পথরেখা থাকা আবশ্যক। বুধবার (১৫ অক্টোবর) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এই জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আখতার হোসেন সাংবাদিকদের জানান, জুলাই সনদের খসড়ায় ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত বা দ্বিমত)-এর বিষয়গুলো পরিষ্কার করা হয়নি। তিনি বলেন, কীভাবে সেগুলোকে বাস্তবায়ন করা হবে, সেই পথরেখা পরিষ্কার হওয়া প্রয়োজন। তিনি অঙ্গীকারনামা প্রসঙ্গে বলেন, আমরা যে অঙ্গীকারনামাটি পেয়েছি, সেই অঙ্গীকারনামায় আমরা দীর্ঘসময় ধরে জুলাই সনদ বাস্তবায়নের আলোচনা করেছি। সেই বাস্তবায়ন প্রক্রিয়া এখানে সুস্পষ্টভাবে বিস্তৃত হয়নি। এনসিপি এই বাস্তবায়ন প্রক্রিয়াকে ‘জুলাই...