দেশে গত তিন বছর ধরে স্বর্ণবাজারে দামের ধারাবাহিক ঊর্ধ্বগতি বজায় রয়েছে। ২০২২ সালের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বৃদ্ধির ধারা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দামের এই ঊর্ধ্বগতি শুধু সাম্প্রতিক নয়। দুই দশকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০০০ সালে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল মাত্র ৬,৯০০ টাকা। এক দশক পর ২০১০ সালে তা বেড়ে দাঁড়ায় ৪২,১৬৫ টাকা। ২০২০ সালে দাম ছুঁয়েছিল প্রায় ৭০ হাজার টাকার ঘর, আর ২০২৩ সালে প্রথমবারের মতো স্বর্ণের দাম এক লাখ টাকা অতিক্রম করে। এখন দামের ঘর পেরিয়েছে প্রায় সোয়া দুই লাখের কাছাকাছি— যা দেশের স্বর্ণবাজারে এক ঐতিহাসিক রেকর্ড। মঙ্গলবার (১৪ অক্টোবর) ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়িয়ে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দিন সোমবার (১৩ অক্টোবর)...