রাজধানীর মিরপুরে রাসায়নিকের অবৈধ গুদাম ও পোশাককারখানায় অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিক নিহতের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে (স্বাধীনতা চত্বর) প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়। এনসিপির ঢাকা মহানগর উত্তরের মিরপুর জোনের আয়োজনে সভাটি হয়। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব প্রতিবাদ সভায় বক্তব্য দেন। তিনি এসময় তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- অবৈধ রাসায়নিক গুদাম ও পোশাককারখানার মালিকসহ অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের আটক করে বিচার করতে হবে। নিহতদের প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ঢাকা উত্তরের আবাসিক এলাকা থেকে সব রাসায়নিক গুদাম অতিদ্রুত সরাতে হবে। আরিফুল ইসলাম বলেন, শ্রম মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা এসব এলাকার তদারকির...