পশ্চিমবঙ্গের দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের কাছে দ্বিতীয় বর্ষের মেডিক্যাল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সব অভিযুক্তকে পুলিশের হাতে ধরা পড়েছে বলে জানানো হয়েছিল মঙ্গলবার। আর এবার জানা গেলো, ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশে ধরিয়ে দেন তারই বোন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শফিক শেখের বোন রোজিনা শেখকে সোমবার দুর্গাপুরের আণ্ডাল ব্রিজের নিচে তাকে ধরিয়ে দিতে সহায়তা করেছিলেন। রেজিনা বলেন, আমি চেয়েছিলাম ভাই আইনের মুখোমুখি হোক। তার জন্য আমাদের পরিবারের লজ্জার ভাগিদার হওয়া উচিত নয়। এদিকে যে শেখ নাসিরুদ্দিনের মোটরসাইকেলে করে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তাকেও ধরেছে পুলিশ। গ্রেফতার অন্য তিনজন হলো, রিয়াজউদ্দিন (কলেজের সাবেক নিরাপত্তারক্ষী), অপু বারুই ও ফিরদৌস শেখ। দুর্গাপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শিক্ষার্থীর মেডিক্যাল রিপোর্ট সামনে এসেছে। সেই রিপোর্টে নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষতচিহ্নের উল্লেখ করা হয়েছে। সঙ্গে যৌনাঙ্গ দিয়ে ব্যাপক রক্তপাতেরও উল্লেখ...