বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে কলা অনুষদ ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন প্যানেলটির ভিপি (সহ-সভাপতি) প্রার্থী কেফায়েত উল্লাহ। তিনি বলেন, ‘আমরা নির্বাচন বর্জন করছি, কারণ এখানে শিবিরপন্থী প্যানেলকে বিশেষ সুবিধা দেয়া হয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমরা একটি পুনর্নির্বাচন চাই, যেখানে সব প্যানেলের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।’ এ ছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমর্থিত ‘দ্রোহ পর্ষদ’ এবং ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলও নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে। এই বিষয়ে ‘দ্রোহ পর্ষদ’-এর ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী বলেন, ‘এই নির্বাচন কার্যত একক প্যানেলনির্ভর হয়ে পড়েছে। আমাদের প্রত্যাশা ছিল অংশগ্রহণমূলক ও ন্যায্য নির্বাচন, কিন্তু নির্বাচন কমিশন সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। অভিযুক্ত...