লিভারের সমস্যা আজকাল অনেকের জন্য এক বড় স্বাস্থ্যঝুঁকি। ভাইরাস, অতিরিক্ত অ্যালকোহল সেবন এবং স্থূলতা লিভারের ক্ষতির প্রধান কারণ। সময়ের সঙ্গে সঙ্গে এই ক্ষতি সিরোসিসে রূপ নিতে পারে, যা লিভার ফেইলিওরের দিকে নিয়ে যায়। তাই লিভারের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা খুব জরুরি। লিভার মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শুধুমাত্র শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে না, বরং বহু গুরুত্বপূর্ণ কাজ করে। এর মধ্যে রয়েছে: 🔹 পিত্ত উৎপাদন, যা খাদ্য থেকে চর্বি ভাঙতে সাহায্য করে 🔹 প্রোটিন সংশ্লেষণ, যেমন অ্যালবামিন এবং রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান 🔹 কার্বোহাইড্রেট বিপাক এবং রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ 🔹 সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করা, ব্যাকটেরিয়া অপসারণ লিভারের রোগ শুরু হলে নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে। চলুন জেনে নেই সেই ৫টি প্রধান লক্ষণ। যদি আপনার ত্বক নিয়মিত চুলকায়, তা...