বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এখন থেকে দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলে এবং মেয়েরা সমানভাবেই পাবে। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান আর্থিক সুবিধা পাবেন। বর্তমানে পুরুষ ক্রিকেটাররা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেলে দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে (৭৫+৪০ ডলার) মোট ১১৫ ডলার পান। সেখানে নারী ক্রিকেটারদের এখন পর্যন্ত সাকল্যে দেওয়া হচ্ছিল ৭৫ ডলার।বিসিবির নারী বিভাগ জানিয়েছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম গত বোর্ড মিটিংয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এই পদক্ষেপ নারী ক্রিকেটকে নিঃসন্দেহে আরও এগিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বিসিবির এই পদক্ষেপ শুধু নারী ক্রিকেটারদের ন্যায্য দাবি পূরণই নয়, বরং বাংলাদেশের নারী ক্রিকেটকে আরও...