১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন যে তিনি মস্কোর সাথে ‘সম্পর্ক পুনরুদ্ধার এবং পুনর্নির্ধারণ’ করতে চান, যারা ক্রেমলিনের দীর্ঘদিনের মিত্র বাশার আল-আসাদের একটি গুরুত্বপূর্ণ মিত্র। ১০ মাস আগে সিরিয়া থেকে নির্বাসিত হওয়ার পর থেকে আল-আসাদকে আশ্রয় দেয়া রাশিয়া। এরপর প্রথম রাষ্ট্রীয় সফরে বুধবার মস্কোতে পুতিনের সাথে সাক্ষাতের সময় সিরিয়ার নেতা আল-শারা এই বিবৃতি দেন। ‘আমরা এই সম্পর্কের প্রকৃতি নতুনভাবে পুনরুদ্ধার এবং পুনর্নির্ধারণ করার চেষ্টা করছি যাতে সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌম সিরিয়া এবং এর আঞ্চলিক ঐক্য ও অখণ্ডতা এবং এর নিরাপত্তা স্থিতিশীলতা বজায় থাকে,’ আল-শারা ক্রেমলিনে পুতিনকে বলেন। সিরিয়ার নেতা আশ্বস্ত করেছেন যে, দামেস্ক মস্কোর সাথে অতীতের সমস্ত চুক্তিকে সম্মান করবে। ‘দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভাগ করা স্বার্থ...