গাজা উপত্যকায় ইসরায়েল আরোপিত অবরোধ ও দুর্ভিক্ষের কারণে খাদ্য সংকট এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। বোমার আঘাতে বেঁচে যাওয়া মানুষেরা এখন ক্ষুধার তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন (ডিসিআইপি) তেমনি এক মর্মান্তিক দৃশ্যের সাক্ষ্যপ্রমাণ প্রকাশ করেছে ১০ বছর বয়সী ফিলিস্তিনি ছেলে আহমেদকে নিয়ে। যুদ্ধবিরতির সুযোগে সে তার পরিবারের সঙ্গে গাজায় ফিরেছিল, কিন্তু সেখানে তার অভিজ্ঞতা আরও বেদনাদায়ক। খবর আলজারিরার। আহমেদ জানিয়েছে, গাজার অসংখ্য পরিবারের মতো তার পরিবারও চরম সংকটে, যেখানে পর্যাপ্ত খাবারের অভাবে শিশুরা অপুষ্টিতে ভুগছে। খাবার পাওয়ার শেষ আশায় সে ছুটছিল একটি কমিউনিটি রান্নাঘরের দিকে। ক্ষুধার্ত মানুষের সেই ভিড় বর্ণনা করতে গিয়ে ছোট্ট আহমেদ জানায়, জায়গাটি লোকে ভরে গিয়েছিল। সেখানে প্রচুর মানুষ কিছু মসুর ডাল সংগ্রহের জন্য ভিড় করেছিল। এই হাহাকার কেবল মসুর ডাল বা...