টানা তিন হারে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে তলানির দিকে আছে বাংলাদেশ। বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচে নিজেদের জয়ের ধারা ধরে রাখতে চায় অজি মেয়েরা, বলেছেন অলরাউন্ডার আন্নাবেলা সাউদারল্যান্ড। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ নিয়ে সাউদারল্যান্ড বলেছেন, ‘আমার মনে হয় এক বছরেরও বেশি সময় আগে বাংলাদেশের বিপক্ষে আমাদের সিরিজটা সত্যিই ভালো ছিল। ওই সিরিজ তাদের সম্পর্কে আমাদের সত্যিই ভালো ধারণা দিয়েছে। এই বিশ্বকাপে তারা যে দল নিয়ে এসেছে, তাদের ওটাও প্রায় একই রকমের দল ছিল। তাদের খেলোয়াড় সম্পর্কে আমাদের কাছে সত্যিই ভালো কিছু তথ্য আছে।’ ভালো কিছু ম্যাচ খেলে এবং ভালো সুযোগ তৈরি করার পরও টানা তিন ম্যাচ হেরেছে বাংলাদেশ। সাউথ আফ্রিকা মেয়েদের ম্যাচেও একই অবস্থা তৈরি হয়েছিল। তবে ফিল্ডিং মিসের মহড়ায় হাতছাড়া হয়ে যায় জয়। সবমিলে নেতিবাচকের...