বাংলাদেশ বেতারের জন্য নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী আবিদা সুলতানা। গানটির শিরোনাম ‘যে ছবি এঁকে দিলে’। বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন বিভাগে গত রোববার গানটির রেকর্ডিং করা হয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন গীতিকার ফরিদা ফারহানা। ‘যে ছবি এঁকে দিলে’ গানের কথা লিখেছেন গীতিকবি ফরিদা ফারহানা, সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজু আহমেদ। গানটি নিয়ে আবিদা সুলতানা বলেন, “গানের কথা ও সুর আমার ভীষণ ভালো লেগেছে। কোনো গানের কথা বা সুর মন না ছুঁলে আমি সাধারণত গান গাই না। এই গানটি এক মিষ্টি প্রেমের গল্প। রেকর্ড করতে গিয়ে ভীষণ ভালো লেগেছে।” গীতিকার ফরিদা ফারহানা বলেন, “শৈশব থেকেই আবিদা আপার গান শুনে বড় হয়েছি। উনার কণ্ঠে আমার লেখা এই প্রথম কোনো গান রেকর্ড হলো এটা আমার জন্য এক অনন্য গর্ব ও আনন্দের মুহূর্ত।”...