১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম পবিত্র মক্কা নগরীতে "কিং সালমান গেট" নামে একটি গুরুত্বপূর্ণ বহু-ব্যবহারের উন্নয়ন প্রকল্প চালু করার ঘোষণা দিয়েছে সউদী আরব। প্রকল্পটির লক্ষ্য মসজিদ আল হারামের আশেপাশে প্রবেশাধিকার বাড়ানো এবং পরিষেবাকে রূপান্তরিত করা। বুধবার দেশটির বিনিয়োগ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ১২ মিলিয়ন বর্গমিটার পর্যন্ত মোট মেঝের এলাকা জুড়ে বিস্তৃত এই প্রকল্পটি মক্কার কেন্দ্রীয় জেলাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে এবং আধুনিক শহর পরিকল্পনার জন্য এটিকে একটি বিশ্ব মডেল হিসাবে প্রতিষ্ঠা করবে। সউদী প্রেস এজেন্সির তথ্য মতে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষিত “কিং সালমান গেট” প্রকল্পটি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন সংস্থা রুয়া আল-হারাম আল-মাক্কি কোম্পানি বাস্তবায়ন করবে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই প্রকল্পের লক্ষ্য হলো মক্কার অবকাঠামো, বিশেষ করে এর কেন্দ্রীয় এলাকার উন্নয়নে...