ভারতের মধ্যপ্রদেশে এক মুসলিম নারী পুলিশ কর্মকর্তার মুখে ‘জয় শ্রী রাম’ স্লোগান উচ্চারণ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজ্যের গোয়ালিয়রে। ওই কর্মকর্তা হিনা খান, যিনি বর্তমানে চিফ সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (সিএসপি) হিসেবে দায়িত্বে আছেন। ঘটনার সূত্রপাত স্থানীয় একটি হিন্দু মন্দিরের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে। আদালতে ড. বি. আর. আম্বেদকরের মূর্তি স্থাপন নিয়ে চলমান বিতর্কের মাঝেই বুধবার আইনজীবী অনিল মিশ্রের নেতৃত্বে এই কর্মসূচি আয়োজন করা হয়। কিন্তু কর্মসূচিটির জন্য পুলিশের অনুমতি ছিল না। পুলিশ অনুমতি না দিয়েও অনিল মিশ্র ও তার সহযোগীরা কর্মসূচি শুরু করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। এ সময় পুলিশের সঙ্গে তর্কে জড়ান অনিল মিশ্র। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিএসপি হিনা খান। সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, তর্কাতর্কির এক পর্যায়ে অনিল মিশ্র ওই নারী পুলিশ...