ঢাকা:জাতীয় নির্বাচনের আগে এই স্বল্প সময়ে ‘কোনো রকম ঝুঁকি’ না নেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ‘সুসম্পর্ক বজায়’ রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সব অর্গানে যেন ব্যালেন্স থাকে, সেই চেষ্টা করতে হবে আপনাকে প্রধান উপদেষ্টা। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক। আমরা সেটা এফোর্ট করতে পারব না এ মুহূর্তে। তিনি আরও বলেন, আমরা চাই, আপনার সঙ্গে প্রতিরক্ষাবাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। রাষ্ট্রের একটা ব্যালেন্স থাকতে হবে। আমরা নির্বাচন সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে যেতে চাই না, যেতে...