রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন কাল বৃহস্পতিবার। এ অবস্থায় আজ বুধবার বিভিন্ন মাধ্যমে ঘুরছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী এস এম সালমান সাব্বিরের পোষ্য কোটায় অবৈধ ভর্তির অভিযোগের কাগজপত্র।অবশ্য সাব্বির এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। অভিযোগ রয়েছে, সালমান সাব্বির পোষ্য কোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। কিন্তু পোষ্য কোটায় ভর্তি হতে হলেও পরীক্ষায় কমপক্ষে ৪০ নম্বরের প্রয়োজন হয়। কিন্তু সালমান সাব্বির পেয়েছেন ৩২ দশমিক ৫ নম্বর। প্রয়োজনের চেয়েও কম নম্বর পেয়ে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে গতরাতে এস এম সালমান সাব্বির কালের কণ্ঠকে বলেন, ‘আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। যারা নির্বাচনের আগ দিয়ে কাদা ছোড়াছুড়ি করছে তাদের ইনটেনশন অন্য। শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দেবে। এটাতে রাকসুতে কোনো প্রভাব...