ক্রেতার আস্থা ও বিশ্বাস অর্জন করে ৬ বছর পেরিয়ে ৭ বছরে পা রাখল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের হাইপার মার্কেট ‘হোলসেল ক্লাব’। বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্যে নাভিশ্বাসের মধ্যে ক্রেতার জন্য মূল্যছাড় ও পাইকারি মূল্যে সব পণ্য পৌঁছে দিচ্ছে স্বনামধন্য গ্রুপ অব কোম্পানিজ ‘যমুনা গ্রুপ’। পাশাপাশি ইউরোপ-আমেরিকার আদলে গড়ে তোলা এই মার্কেট ক্রেতাকে ভেজালমুক্ত বিশ্বমানের পণ্য সরবরাহ করছে। যা পেয়ে খুশি ক্রেতা। বুধবার প্রতিষ্ঠানটি ষষ্ঠ বছর পূর্ণ করেছে। ২০১৯ সালের ১৫ অক্টোবর যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. নুরুল ইসলাম এই হাইপার মার্কেট উদ্বোধন করেন। তারই হাত ধরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি এখন পরিচালনা করছেন যমুনা গ্রুপের অন্যতম গ্রুপ পরিচালক সোনিয়া সারিয়াত। এদিন যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাবে ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের শুভসূচনা...