নারীদের ওয়ানডে বিশ্বকাপের আরও একটি ম্যাচ গেল বৃষ্টির পেটে। বুধবার (১৫ অক্টোবর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ইংল্যান্ড। এই ম্যাচে টস হেরে ইংল্যান্ড ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে ৭৮ রানেই হারিয়ে বসে ৭ উইকেট। এরপর বৃষ্টি এসে হানা দেয়। বৃষ্টির কারণে লম্বা সময় খেলা বন্ধ থাকার পর ম্যাচ নির্ধারিত হয় ৩১ ওভারে। সেখানে ইংল্যান্ডের মেয়েরা ৯ উইকেটে ১৩৩ রান করে। এরপর আবারও বৃষ্টি নামে। বৃষ্টি আইনে ৩১ ওভারে পাকিস্তানের জন্য নির্ধারিত হয় ১১৩ রান। সেই রান তাড়া করতে নেমে ৬.৪ ওভারে বিনা উইকেটে ৩৪ রান তুলে ফেলে পাকিস্তানের মেয়েরা। এরপর আবার বৃষ্টি নামে এবং ম্যাচ আর মাঠে গড়ানো সম্ভব হয়নি। তাতে এই ম্যাচটিও বৃষ্টির পেটে যায় এবং পাকিস্তান ও ইংল্যান্ডের মেয়েরা পয়েন্ট ভাগাভাগি করে।আরো...