
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ। এগুলো মোকাবিলা করে এগিয়ে যেতে নানামুখী কৌশল গ্রহণ করছে বিএনপি। কৌশল বাস্তবায়নে লন্ডন থেকে দলের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সূত্র মতে, বিএনপির সামনে থাকা চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে- ফেব্রুয়ারিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, প্রচলিত পদ্ধতিতে নির্বাচন, ভোটের আগে দলকে ঐক্যবদ্ধ রাখা, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা, দলের প্রার্থী চূড়ান্ত করা, সমমনা দলগুলোর সমর্থন অব্যাহত রাখা, আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে সম্পর্ক, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে পৌঁছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারসহ আরও কিছু চ্যালেঞ্জ। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপিকে হিমশিম খেতে হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।...