প্রতিদিন সকালে বা গোছা গোছা চুল দেখলে অনেকেই হয়তো এটিকে সামান্য সমস্যা ভাবেন। কিন্তু চুলের এই অস্বাভাবিক পড়া শুধু সৌন্দর্যজনিত সমস্যা নয়, বরং এটি কিডনির অসুখের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। কিডনি আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শুধু ক্ষতিকর পদার্থ দূর করে না, পাশাপাশি প্রেশার নিয়ন্ত্রণ, হরমোন উৎপাদন এবং দেহের পুষ্টি ভারসাম্য রক্ষা করে। কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীর ঠিক মতো পুষ্টি গ্রহণ করতে পারে না। ফলে চুল পাতলা ও দুর্বল হয়ে পড়ে, এবং পড়ার সমস্যা দেখা দেয়। 1. টক্সিন জমে যাওয়া: কিডনি কাজ করতে না পারলে ইউরিয়া ও ক্রিয়েটিনিন জমে ইউরেমিয়া হতে পারে। এই টক্সিন চুলের ফলিকল দুর্বল করে দেয়। 2. পুষ্টি ও হরমোনের ভারসাম্য বিঘ্নিত: ক্রনিক কিডনি ডিজিজ আয়রন, জিঙ্ক এবং ভিটামিন ডি-এর ভারসাম্য নষ্ট করে, যার ফলে...