১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম আন্তর্জাতিক চাপের মুখে বিশেষভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে নতিস্বীকার করে চিরশত্রু হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিলেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও তাতে খুব একটা স্বস্তিতে নেই তিনি। দুর্নীতির আভিযোগে বুধবার (১৫ অক্টোবর) থেকে ফের তার বিচার শুরু হয়েছে। এদিন তেল আবিবের জেলা আদালতে দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে হাজির ছিলেন তিনি। তবে তার বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা নিয়ে কোনও মন্তব্য করেননি ইসরাইলি প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার চলছে। তবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ভ্রমণ এবং ইহুদি ধর্মীয় উৎসবের কারণে মাসাধিকালের জন্য বিচার প্রক্রিয়া স্থগিত করা হয়। গাজায় শান্তিচুক্তি কার্যকরে বিশেষ ভূমিকা রাখায় গত সোমবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরাইলের...