১৫ অক্টোবর ২০২৫, ১০:১৭ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১০:১৭ পিএম যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত গোপনীয় নথি অবৈধভাবে নিজের কাছে রাখার অভিযোগে পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞ অ্যাশলে জে টেলিসকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি থেকে এক হাজারেরও বেশি পাতার 'অতি গোপনীয়' নথি উদ্ধার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংবেদনশীল নথি অবৈধভাবে রাখা ছাড়াও তার বিরুদ্ধে চীনের সরকারি কর্মকর্তাদের সঙ্গে গোপনে দেখা করার অভিযোগও তোলা হয়েছে। টেলিস ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ এশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক হিসেবে তার পরিচিতি রয়েছে। তিনি অনেক বছর ধরে মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে জাতীয় নিরাপত্তা কাউন্সিলেও দায়িত্ব পালন করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্র দফতরের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের কনট্রাক্টর হিসেবে কাজ করছিলেন টেলিস।...