নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল আবাসনে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু—মো. মাসুম (৮) ও মো. মারুফ (৭)—একই এলাকার মো. মাসুদের ছেলে। মাসুম ও মারুফের পরিবার কয়েক মাস আগে নদীভাঙনের শিকার হয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর হারিয়ে ফেলে। পরে তারা গাংচিল এলাকায় রাস্তার পাশে একটি অস্থায়ী ছাপরা ঘরে বসবাস শুরু করে। পরিবারটি চরম মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছিল। বুধবার দুপুরে দুই ভাই বাড়ির পাশের মসজিদের পুকুরে গোসল করতে যায়। এসময় পরিবারের অন্য সদস্যরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। অনেকক্ষণ তারা ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে...