জুলাই আন্দোলন চলাকালে শেখ হাসিনার ‘হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথোপকথন নিশ্চিত করেছে’ তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র (ল্যাথাল উইপন) ব্যবহার করে আন্দোলনকারীদের ‘হত্যার নির্দেশ দিয়েছেন।’ হেলিকপ্টার থেকে গুলি চালানোর তথ্য ‘বিস্তারিতভাবে’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরে এমন দাবি করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার দাবি শেখ হাসিনার এ কথোপকথনের কণ্ঠ, এআই দিয়ে করা নয় বলে তারা নিশ্চিত হয়েছেন। এই যুক্তির পক্ষে তিনি সিআইডি’র ফরেনসিক পরীক্ষা ও বাংলাদেশের বাইরের দুইটি প্রতিষ্ঠান বিবিসি এবং আল জাজিরার পরীক্ষা-নিরীক্ষার কথা উল্লেখ করেন। তাজুলের দাবি তারাও নিশ্চিত করেছে এটা শেখ হাসিনার কণ্ঠ, এআই দিয়ে করা নয়। বুধবার,(১৫ অক্টোবর ২০২৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চতুর্থ দিনের যুক্তিতর্ক তুলে ধরেন তিনি। পাঁচটি অভিযোগের মধ্যে এদিন দুটির যুক্তিতর্ক শেষ হয়েছে। আজও প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করবে। সাবেক...