নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে চরএলাহী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের গাংচিল আবাসনে এ ঘটনা ঘটে। মৃত জহিরুল ইসলাম মারুফ (৭) ও সাইফুল ইসলাম মাসুম (৫) ওই ওয়ার্ডের মো. মাসুদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মাছ ব্যবসায়ী মাসুদ তার ছেলেদের নিয়ে বাড়ির পাশের শাহজামাল জামে মসজিদের পুকুরে গোসল করতে যান। এ সময় মাছের বরফ আসার খবর পেয়ে মাসুম বাচ্চাদের পুকুর ঘাটে রেখে মাছে বরফ দিতে যান। ধারণা করা হচ্ছে- এ সময় শিশু দুইটি পুকুরের ঘাটে নামলে পিচ্ছিল খেয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে মসজিদের মুয়াজ্জিন মাসুমকে পুকুরে ভাসতে দেখে পুকুরে ঝাঁপ দেন এবং তাকে উদ্ধার করেন। এ সময় এলাকাবাসী পুকুরে খুঁজে মারুফকেও উদ্ধার...