চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন। নিহত দুই ভাই হলেন—মিলন ও আলম। তারা নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের সাহাপুকুর (সানকাই) গ্রামের নওসেদ আলীর ছেলে। নিহতদের বোন তানজিলা খাতুন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মিলন এবং রাত ৯টার দিকে আলম রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফতেপুর ইউনিয়নের মাড়কোল সাহাপুকুর এলাকায় ডা. মিজানুর রহমানের পক্ষের সমর্থকদের সঙ্গে একই এলাকার এমদাদুল পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আটজনকে...