কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে হয়রানি ও হেনস্তার অভিযোগে দালাল চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সদর থানা ও সদর ফাঁড়ির পুলিশের একটি যৌথ দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন পৌরসভার কৃষ্ণপুর হাসপাতালপাড়া এলাকার নাহিদ ইসলাম (২৭), নুর হোসেন, রায়হান মিয়া (২৭), হরিকেশ মধ্যপাড়ার আনোয়ার (৩০) এবং সরদারপাড়ার মারুফ মিয়া (৪০)। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এসব দালাল হাসপাতাল এলাকায় অবস্থান করে রোগী ও তাদের স্বজনদের বিভ্রান্ত করে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠাত। বিনিময়ে তারা কমিশন পেত এবং মাঝেমধ্যে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্তাও করত। জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) বজলার রহমান বলেন, ‘হাসপাতালে দালালদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের অভিযোগের...