চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, নির্বাচনে মোট ভোটার ছিল ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৭ হাজার ৭১৭ জন। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং অনুষদ কেন্দ্রে ৪ হাজার ৩৬ জন ভোটারের মধ্যে ২ হাজার ৯০৮ জন, বিজ্ঞান অনুষদ কেন্দ্রে ৪ হাজার ৫৫৮ জনের মধ্যে ৩ হাজার ৯৯ জন, ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে ৭ হাজার ৬৮ জনের মধ্যে ৪ হাজার ২৭৯ জন, সমাজবিজ্ঞান অনুষদ কেন্দ্রে ৬ হাজার ৬০৪ জনের মধ্যে ৩ হাজার ৭৭৩ জন এবং কলা ও মানববিদ্যা অনুষদ কেন্দ্রে ৫ হাজার ২৬৩ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৬১৯ জন ভোট দিয়েছেন।...