দীর্ঘ ৩৫ বছর পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ হতে যাচ্ছে শিক্ষার্থীদের ভোট। প্রায় ২৯ হাজার শিক্ষার্থী আজ বেছে নেবেন তাদের নেতৃত্ব। নির্বাচিত করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে তাদের প্রতিনিধি। রাকসুর ভোটে জালিয়াতি করার সুযোগ নেই: নির্বাচন কমিশন তবে এই নির্বাচন নিয়েও হয়েছে বহু নাটকীয়তা। হওয়ার কথা ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু একের পর এক পরিবর্তনে তারিখ গড়ায় ১৬ অক্টোবর। কখনো ধর্মীয় উৎসবের ছুটি নিয়ে প্রশাসনের তালগোল, কখনো আন্দোলন, আবার কখনো প্রশাসনিক জটিলতায় থমকে ছিল ভোটযাত্রা। অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে ক্যাম্পাস এখন প্রস্তুত নির্বাচনের এক ঐতিহাসিক ভোরকে স্বাগত জানানোর জন্য। রাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ২৯ জুলাই। সেবারও এক মাস পিছিয়েছিল নির্বাচন। তার আগের বছর ১৯৮৯ সালের ২৫ মার্চ হয়েছিল ভোট। সেবার ৯ বছর পর। তখন...