রাজবাড়ীর রামকান্তপুর এলাকায় ১৯৬৪ সালে ১৫.২৮ একর জমির ওপর অবস্থিত রাজবাড়ী বিসিক শিল্পনগরী। ৭৭টি প্লট নিয়ে যাত্রা শুরু করা এই শিল্পনগরী বেশিরভাগই বন্ধ হয়ে পড়ে আছে। প্রথমদিকে ৫৩টি প্রতিষ্ঠান চালু হলেও ৬০ বছরের মাথাই উন্নয়নের বদলে বেহাল দশায় পরিণত হয়েছে এ শিল্পনগরী। লোডশেডিং,খাবার পানি সংকট, ড্রেনেজ ব্যবস্থা অকেজোসহ রয়েছে নিরাপত্তা ব্যবস্থার অভাব। সঠিক পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোশকতার কারণে ঘুরে দাঁড়াতে পারেনি শিল্পনগরীর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান। লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে এ শিল্পনগরীর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান। সরেজমিনে দেখা গেছে, বিসিক শিল্প নগরীতে গড়ে ওঠা বেশিরভাগ শিল্পপ্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে, কিছু প্রতিষ্ঠান খোলা রয়েছে। কাজ করছে শ্রমিকরা। আবার কিছু কিছু প্রতিষ্ঠান তালাবদ্ধ। বিভিন্ন যায়গাতে ময়লা-আবর্জনা ও চারপাশ জঙ্গলে ভরা। অনেক প্লট পরিত্যক্ত। রাস্তার অবস্থা বেহাল, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় শিল্পনগরীর বেশিরভাগ এলাকায়। কোনো...