১৫ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পিএম বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ক্রীড়াঙ্গনের ছাত্র ও যুব সমাজ আয়োজনে মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে "শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫"। স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি প্রাণবন্ত ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল গোমস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। এছাড়াও অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব...