সূর্য ধীরে ধীরে ঘুমের মতো এক নিস্তব্ধ অবস্থায় চলে যাচ্ছে দীর্ঘ সময় ধরে বিজ্ঞানীরা ধারণা করেছেন, আমাদের সূর্য ধীরে ধীরে ঘুমের মতো এক নিস্তব্ধ অবস্থায় চলে যাচ্ছে। আর এ সময়টি গভীর সৌর ন্যূনতম নামে পরিচিত। এর শুরু হয়েছিল ১৯৮০-এর দশকে এবং শেষ হয় ২০০৮ সালে। কিছু বিজ্ঞানীর ধারণা, সূর্যের এই শান্ত অবস্থা হয়তো কয়েক শ’ বছর ধরে চলবে। তবে ২০০৮ সালে হঠাৎ অদ্ভুতভাবে সক্রিয় হয়ে ওঠে সূর্য, যেন নিজেই ঘুম থেকে জাগিয়ে তুলেছিল নিজেকে। তার পর থেকে সূর্য ক্রমশ আরও সক্রিয় হয়ে উঠেছে। বিজ্ঞানীদের ধারণা, আগামী বছর এ ধরনের সৌর ঝড় আরও ঘন ঘন ঘটবে। ফলে এসব প্রযুক্তিকেও সময়ের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ও আরও টেকসই হতে হবে, বিশেষ করে এখন যখন মহাকাশে হাজার হাজার স্যাটেলাইট ঘুরছে। খবর ইয়াহু নিউজের।বর্তমান...