উইকেট শিকারের উচ্ছ্বাস পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির পাকিস্তানে এসে ইউরোপ, আফ্রিকা আর এশিয়ার পার্থক্য টের পেল প্রোটিয়ারা! লাহোরে সিরিজের প্রথম টেস্টে ৯৩ রানের বড় ব্যবধানে হারল টেস্টের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৭৭ রানের লক্ষ্য তাড়ায় বুধবার চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে সফরকারীরা গুটিয়ে গেছে ১৮৩ রানে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২৬৯ রান। পাকিস্তান ৩৭৮ ও ১৬৭। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ১০ উইকেট (৬ ও ৪টি) নিয়ে ম্যাচসেরা হয়েছেন ৩৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার নুমান আলি। বিফলে গেছে টনি ডি জর্জির (১০৪) সেঞ্চুরি। পিন্ডিতে সোমবার শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট।আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দুই দলেরই প্রথম ম্যাচ ছিল এটি। জয় দিয়ে শুরু হলো পাকিস্তানের পথচলা। আগের চক্রের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা ভালো হলো না। টানা ১০ টেস্ট জয়ের পর...