শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও শাখার একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অর্থ উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে থাকলেও শিক্ষকদের যৌক্তিক দাবির বিষয়ে অর্থ বিভাগের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। মন্ত্রণালয় প্রথমে ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিলেও তাতে সাড়া মেলেনি; এখন ১০ শতাংশ বৃদ্ধির জন্য চেষ্টা চলছে। তবে অর্থ বিভাগ ৫ শতাংশ বা দুই হাজার টাকার প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে তিন দফা দাবিতে আন্দোলন আরও জোরদার করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন, এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন। আন্দোলনকারীরা জানিয়েছেন,...