সম্প্রতি সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ ও কালিগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর মন্তব্য ও অশালীন পোস্ট ছড়ানো হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, আমি একজন শিক্ষক হিসেবে সবসময় শিক্ষা, সচেতনতা ও ইতিবাচক পরিবর্তনের পক্ষে। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে, তাদের মেধা ও মনন বিকাশের কথা বলতে কলেজে গিয়েছিলাম। আমি কখনো ক্লাসে প্রবেশ করিনি, বরং পড়ালেখায় বিঘ্ন না ঘটে সেদিকেও সতর্ক থেকেছি। তিনি আরও বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের কাছে যাওয়া, কথা বলা, তাদের ভাবনা জানা এবং নতুন প্রজন্মকে স্বপ্ন দেখানো—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমি চাই, তরুণরা জ্ঞান ও নৈতিকতায় গড়ে উঠুক, যেন তারা আগামী দিনের আলোকিত বাংলাদেশ নির্মাণে নেতৃত্ব দিতে পারে। খায়রুল হাসান অভিযোগ করেন, যারা এখন অপপ্রচার করছে, তারাই...