তিনি বলেন, ইতিহাস ঐতিহ্যের নগরী সোনারগাঁয়ে সারা বছর পর্যটকদের উপস্থিতি আমরা লক্ষ্য করি। এর মধ্যে অনেক বিদেশি পর্যটকও এখানে বেড়াতে আসেন। বিদেশি পর্যটকরা ঐতিহাসিক নগরীগুলো সবচেয়ে বেশি পছন্দ করেন। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সোনারগাঁয়ের গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণও এগিয়ে আসতে হবে। প্রয়োজনে প্রতি তিন মাস অন্তর অন্তর ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একটি করে আলোচনা সভা ও পর্যটকদের নিরাপত্তায় করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করতে হবে। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী পানাম নগরীতে ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক উদ্বোধন, ডেঙ্গু নিধন কর্মসূচি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন এসব কথা বলেন। স্থানীয় রয়েল রিসোর্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশিরউদ্দিন, নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ পরিদর্শক দেলোয়ার...